আম্বানির ছেলের প্রাক্‌–বিবাহ অনুষ্ঠানে গাইবেন শাকিরা !

এবার আরও জমজমাট হতে চলেছে ভারতীয় ধনকুবের   মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের  দ্বিতীয় প্রাক্‌–বিবাহ । অনুষ্ঠানের পার্টিতে মঞ্চ কাঁপাতে পারেন কলম্বিয়ার গায়িকা শাকিরা।

ভারতীয় গণমাধ্যম ডিএনএর
সূত্রের খবর অনুযায়ী, ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত চলা এই অনুষ্ঠানে  শাকিরা মঞ্চে অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ১০ থেকে ১৫ কোটি রুপি। রয়েছে আরও চমক। তবে শুধুই শাকিরা নন, মঞ্চ মাতাতে পারেন ডুয়া লিপা ও এ আর রাহমান।

জানা গেছে,এবার অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক্‌–বিবাহ অনুষ্ঠান হতে চলেছে বিলাসবহুল ক্রুজে।

সমুদ্রপথে ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্ত প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার পাড়ি দেবে বিলাসবহুল ক্রুজটি।
অতিথিদের সঙ্গে বিলাসবহুল ক্রুজে চড়ে দ্বিতীয় প্রাক্‌–বিবাহ অনুষ্ঠান উপভোগ করবেন । এ অনুষ্ঠানের অতিথি তালিকায় প্রায় ৮০০ জনের বেশি মানুষের নাম রয়েছে। ক্রুজে কর্মী হিসেবে থাকবে আরো প্রায় ৬০০ জন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *