দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক পুলিশ !

শুক্রবার (৭ জুন )সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় ট্রাফিক ওয়ারী বিভাগের অন্তর্ভুক্ত ডেমরা জোনের ঈগল বক্সের সামনে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট কায়সার আহমেদ রাস্তার পাশে একটি মানসিক প্রতিবন্ধী শিশুকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন।

শিশুটির শরীরে ক্ষত চিহ্ন সহ রাস্তার ধুলো ময়লা ছিল। আসে পাশে অনেক লোক ছিল ,কেউ ছবি তুলছে ,কেউ একবার দেখে না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এটা দেখে মানবিক পুলিশ সার্জেন্ট তার কাছে যান এবং তার শরীরের নোংরা ময়লা নিজ হাতে পরিস্কার করে এবং তার সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তাকে গোসল করিয়ে উত্তম পোশাক পরিয়ে দেন।

শিশু টি প্রতিবন্ধী হওয়ায় সাভাবিক ভাবে অন্যদের মতো খাবার খেতে পারে না। তিনি এটা দেখে তাকে খাওয়ানোর চেষ্টা করেন এবং তাকে পরিচর্যা করে তার ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেন।

ঐ সময় ‘বার্তা২৪বাংলা ‘ এর নিজ্বস্য প্রতিবেদক সেখানে উপস্থিত ছিলেন এবং পুরো ঘটনা দেখছিলেন। পরে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন ‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য’। তিনি আরো বলেন ‘ আমি অনেক দিন আমার অসুস্থ বাবার সেবা করেছি ,সেবা করতে আমার ভালোই লাগে’।

এই মানবিক কাজে ঈগল বক্স সংলগ্ন এলাকার দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর জনাব মুনীর আহমেদ সার্বিক সহযোগিতা করেন এবং সার্জেন্ট ও ফোর্সদের ধন্যবাদ জানান ।

ট্রাফিক ওয়ারী উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আশরাফ ইমাম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুলতানা ইশরাত জাহান সহ ট্রাফিক ডেমরা জোনের সহকারি কমিশনার জনাব মুস্তাইন বিল্লাহ ফেরদৌস সবার প্রসংশা করেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *