পাকিস্তানকে ৫ উইকেটে হারালো আয়ারল্যান্ড

শুক্রবার (১০ মে) আয়ারল্যান্ডের ডাবলিনে পাকিস্তান এবং আয়ারল্যান্ড তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয়বার দুই দল মুখোমুখি হল আর সেই ম্যাচেই ১ বল হাতে রেখে পাকিস্তান কে ৫ উইকেটে পরাজিত করল আয়ারল্যান্ড ।


পাকিস্তান টসে হেরে ব্যাটিং করতে নেমে বাবর আজমের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান সংগ্রহ করে। দীর্ঘদিন পর রান পাওয়া সায়েম আইয়ুবের ৪৫ রান এবং ইফতেখার আহমেদ এর ১৫ বলে ৩৭ রান পাকিস্তান দলের সংগ্রহকে শক্ত অবস্থানে নেয় ।


পাকিস্তানের দেওয়া ১৮৩ রানের টার্গেটে খেলতে নেমে আইরিশ ওপেনার এন্ড্রো বিলবার্নি ৭৭ রানের একটি চমৎকার ইনিংস খেলেন। তার সহযোগী হিসেবে হেরি টেকটর এর ৩৬ রান এবং ডকরেলের ২৪ রান সহ অন্যদের ছোট ছোট সংগ্রহ আয়ারল্যান্ড দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।

অন্যদিকে ম্যাচ হারলেও নতুন ইতিহাস গড়লেন বাবর আজম । এই ম্যাচে ৪৩ বলে ৫৭ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ ৩৮ টি হাফ সেঞ্চুরির মালিক হলেন বাবর। তার সমান অর্থাৎ ৩৮ টি হাফ সেঞ্চুরি আছে ভারতের বিরাট কোহলির। বাবর (১০৮)কোহলির (১০৯)সমান হাফ সেঞ্চুরি (৩৮ টি)করতে একটি ম্যাচ কম খেলেছেন।

পাকিস্তান হেরে যাওয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি তিন ম্যাচ সিরিজের (১-০) ব্যবধানে এগিয়ে গেল আয়ারল্যান্ড । কিছুদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে আয়ারল্যান্ডের কাছে পাকিস্তানের পরাজয় একটা বড় অঘটন মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

রবিবার (১২ মে ) দ্বিতীয় আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *