সম্প্রতি আইফোনে প্রস্তুত করি সংস্থা অ্যাপল এক সম্মেলনে ‘আইওএস ১৮’ অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দিয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, অ্যাপলের নতুন এই আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে বড় ধরনের উন্নতি নিয়ে আসছে। বর্তমানে ডেভেলপার বেটা সংস্করণ উন্মুক্ত করা হলেও আগামী সেপ্টেম্বরে সকল ব্যবহারকারী অপারেটিং সিস্টেমটি ব্যবহারের সুযোগ পাবে।
নতুন এই আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে ই-মেইল অ্যাপে ফিল্টার–সুবিধাসহ স্যাটেলাইটের মাধ্যমে আইমেসেজ ও এসএমএস পাঠানো যাবে। শুধু তা–ই নয়, এআই–ভিত্তিক অ্যাপল ইন্টেলিজেন্স-সুবিধা ব্যবহারের পাশাপাশি অ্যাপস লক করে রাখার সুযোগও মিলবে। ফলে অন্য কেউ পরিচয় যাচাই না করে আইফোনের কোনো অ্যাপস ব্যবহার করতে পারবেন না।
প্রতিষ্ঠানটির ঘোষণার পর বিশ্বের বিভিন্ন প্রান্তের আইফোন ব্যবহারকারিরা আইওএস ১৮ ব্যবহারের জন্য অপেক্ষা করলেও পুরোনো মডেলের বেশ কিছু আইফোনে এই অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যাবে না। নতুন এই আইওএস ১৮ অপারেটিং সিস্টেমটি যেসব মডেলের আইফোনে ব্যবহার করা যাবে, সেগুলো হলো আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্স আর এবং আইফোন এসই (দ্বিতীয় প্রজন্ম থেকে পরবর্তী সংস্করণ)।
অর্থাৎ এর আগের যে কোনো মডেলের আইফোনে আইওএস ১৮ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে না।