১১ জন বেটার ৫০ বল খেলে মোট বারো রান সংগ্রহ করেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই দ্বিতীয় সর্বনিম্ন রানের স্কোর।
জাপান মঙ্গোলিয়া সাত ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে জাপান প্রথমে ব্যাট করতে নেমে ২১৮ রানের টার্গেট দেয়। এই টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৫০ বল খেলে মঙ্গোলিয়া টিম ১২ রান সংগ্রহ করে।
লজ্জার রেকর্ডে এশিয়ার দ্বিতীয় স্থানে রয়েছে। সর্বনিম্ন রানের পাশাপাশি দ্বিতীয় সর্বনিম্ন বলে অলআউট হওয়ার রেকর্ড করল দেশটি।
সবচেয়ে কম বলে অলআউট আর রেকর্ডটা রুয়ান্ডার মাত্র ৩৭ বলে( নাইজেরিয়ার বিপক্ষে ২০২৩ সালে)।
জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে জাপান প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করে এইরান তাড়া করতে নেমে মঙ্গোলিয়া শম্পা সবার প্রথম পাঁচ ওভার ১০ রান সংগ্রহ করে পাঁচ উইকেট হারিয়ে পরবর্তী পাঁচ উইকেটে দুই রান সংগ্রহ করে। জাপানের হয়ে সাতরানে 5 উইকেট নেন বাঁ হাতি পেসার কাজমা কাতো স্টাফর্ড । উল্লেখ্য সাত মাস আগে এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় মঙ্গোলিয়ার। তাদের প্রথম ম্যাচেই নেপাল ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১৪ রান তলে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই কোন স্বীকৃত টি-টোয়েন্টিতে কোন দলের জন্য সর্বোচ্চ রান।