‘তুফান’ সিনেমার টিজার মুক্তির ২৪ ঘন্টার মধ্যেই ফেসবুক ও ইউটিউবে মিলিয়ন ভিউ এর মাইল ফলক অতিক্রম করেছে। ১ মিনিট ২১ সেকেন্ডের’ তুফান ‘ সিনেমার টিজার মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন তুফান বয়ে গেল। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের ধারণা বাংলা সিনেমার ইতিহাসের সব রেকর্ড ভেঙে দেবে বছরের সবচেয়ে আলোচিত এই সিনেমা।
শাকিব খানের অন্য রকম লুক, একশন, অভিনয় সিনেমাটিকে অন্য মাত্রায় নিয়ে যাবে বলে ধারণা করেছে সিনেমা প্রেমীরা। শাকিব খানের এমন বিধ্বংসী রূপ দর্শক আগে কখনো দেখেনি।
টিজার থেকে জানা গেছে তুফান সিনেমায় সাকিবের চরিত্রের নাম তুফান। টিজারের শেষে চঞ্চল চৌধুরীর উপস্থিতি সবাইকে আরো কৌতূহলী করেছে । শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরীর উপস্থিতি ‘তুফান’ সিনেমা অনন্য মাত্রায় নিয়ে যাবে বলে আশা করছে নেটিজেনরা।