Alien: ‘এলিয়েন’ রয়েছে আপনার পাশেই, কিন্তু চিনতে পারছেন না হয়তো !

Aliens in Disguise: ‘এলিয়েন’-‘এলিয়েন’ করে হয়তো ক্লান্ত হয়ে পড়ছেন, কিন্তু আপনি হয়তো এলিয়েনের পাশেই দাঁড়িয়ে রয়েছেন, বুঝতে পারছেন না, বা চিনতে পারছেন না। কেননা, সে রয়েছে ছদ্মবেশে! ভাবছেন, আষাঢ়ে গল্প ? তা নয়। সম্প্রতি এমনই বলছেন বিজ্ঞানীরা।
এলিয়েন-এলিয়েন করে চারিদিক খুঁজছেন , কিন্তু আপনি হয়তো এলিয়েনের পাশেই দাঁড়িয়ে রয়েছেন, বুঝতে পারছেন না, বা তাকে চিনতে পারছেন না, কেননা, সে রয়েছে ছদ্মবেশে!
কি ভাবছেন, আষাঢ়ে গল্পো ? তা নয়। সম্প্রতি বিজ্ঞানীরা এমনই বলেছেন। এক্সট্রাটেরেস্ট্রিয়াল লাইফ নিয়ে বহুকাল ধরেই মানুষের তীব্র আগ্রহ রয়েছে । সেই আগ্রহ থেকেই সে সর্বদা গবেষণা করে, খোঁজে, তথ্য সংগ্রহ করে, চর্চা করে। আর এরই ফলশ্রুতি হিসেবে বিভিন্ন সময়ে বেরিয়ে আসে বিভিন্ন নতুন খবর এবং আবিষ্কার।
সম্প্রতি হার্ভার্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে করা এক গবেষণা বলছে ,আমাদের বহু-প্রত্যাশিত অ্যালিয়েন বা ভিনগ্রহীরা এই পৃথিবীতেই রয়েছে। তবে, আমরা তাদের চিনতে পারছি না, কারণ, তারা ছদ্মবেশে থাকছে। হয়তো মানুষের বেশেই রয়েছে তারা। তাই তাদের চিনতে আরও অসুবিধা হচ্ছে আমাদের।

এমনিতেই এই ইউএফও বা ইউএপি (‘আনআইডেন্টিফায়েড এরিয়াল ফেনোমেনা’) নিয়ে মানুষের কৌতূহল ও জিজ্ঞাসার শেষ নেই। তবে, দশকের পর দশক ধরে গবেষণা করেও এ বিষয়ে এখনও বিজ্ঞানীরা তেমন কিছু জানতে পারেননি। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, ভিনগ্রহীর অস্তিত্ব আছে এবং এরা মাটির নীচে, চাঁদে, পৃথিবীতে মানুষের ভিড়ে মিশে আছে। আছে ‘ক্রিপটোটেরেস্ট্রিয়াল’ রূপে। কী এই ‘ক্রিপটোটেরেস্ট্রিয়াল’?

‘ক্রিপটোটেরেস্ট্রিয়াল’ অস্তিত্ব হল তারাই যারা মানুষের মধ্যে ছদ্মবেশে রয়েছে, যারা বুদ্ধিমান ডাইনোসর থেকে এসেছে,একদিন যারা ভবিষৎ -পৃথিবী থেকে জন্ম নেবে । আর এই তত্বের ভিত্তিতে বলাই যায় অ্যালিয়েনরা এই পৃথিবীতেই আছেন, আমাদের মধ্যেই আছে, আমাদের চেনা জায়গার চেনা ভিড়ে মিশে আছে, অথচ, আমরা বুঝতে পারছি না! যদিও বহু বিজ্ঞানী এই মত মেনে নেননি। তাঁরা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন । তাঁদের দাবি, এ নিয়ে আরও সঠিক এবং সুসপষ্ট গবেষণা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *