আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো পাকিস্তানকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির কারণে টসও অনুষ্ঠিত হয়নি। এতেই কপাল পুড়েছে পাকিস্তানের। টানা দুই ম্যাচ হেরে খাদের কিনারায় ছিল বাবর আজমের দল।
আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে সুপার এইটে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ৪ ম্যাচ থেকে ৫ পয়েন্ট মার্কিনিদের। অন্যদিকে ৩ ম্যাচে ২ পয়েন্ট পাকিস্তানের। শেষ ম্যাচ জিতলেও যুক্তরাষ্ট্রকে ছুঁতে পারবে না পাকিস্তান।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে অনুষ্ঠিত হয়নি। চার দফা মাঠ পরিদর্শন করেন ম্যাচ অফিসিয়ালরা। তবে মাঠ খেলার জন্য উপযুক্ত না হওয়ায় কোনো বল মাঠে গড়ায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগির মাধ্যমে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচটি।