তাহসানের সঙ্গে অনেকদিন পর অভিনয় করলেন মিথিলা

এবার ঈদে মিথিলা অভিনীত ‘বাজি’ ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্ম চরকিতে।’বাজি’ সিরিজের মধ্যে দিয়ে তাহসানের সঙ্গে অনেকদিন পর মিথিলা অভিনয় করলেন। তিনি আছেন সাংবাদিকের চরিত্রে। সিরিজটি পরিচালনা করেছেন আরিফুর রহমান।
বাংলাদেশ ও ভারতীয় বাংলা সিনেমায় সমানতালে অভিনয় করছেন মিথিলা। তিনি এখন দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী।
মিথিলা বলেন, ‘বাজি ওয়েব সিরিজে অভিনয় করার অভিজ্ঞতা বেশ ভালো। অনেক ভালো লেগেছে কাজটি করে। আমার চরিত্রটিও অন্যরকম। নতুনত্ব আছে চরিত্রে।’
‘বাজি’ সিরিজের গল্প ক্রিকেট খেলাকে কেন্দ্র করে। এই ধরনের সিরিজ এবারই প্রথম এদেশে। তাহসানেরও প্রথম সিরিজ এটা।

দীর্ঘ বিরতির পর তাহসানের সঙ্গে অভিনয় করার বিষয়ে মিথিলা বলেন, ‘তাহসানের সঙ্গে আমার দৃশ্য কম ছিল। মনোজের সঙ্গে দৃশ্য বেশি। সবার সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা অসাধারণ। তাহসানের সঙ্গে অভিনয় করে ভালো লেগেছে। অনেকদিন পর তার সঙ্গে অভিনয় করা হলো।’
মিথিলা আরো বলেন,’দর্শকদের বাজি সিরিজ ভালো লাগবে।সবাই যার যার দিক থেকে ভালো করেছেন’, ‘শুটিং করার সময় আমার চরিত্র নিয়ে ব্যস্ত থাকি। চরিত্রটি কীভাবে আরও ভালো করা যায় তা ভাবি। বাজিতেও তাই করেছি। সবাই মিলে অনেক আনন্দ নিয়ে বাজি সিরিজটি করেছি।’

বাজি ছাড়া এই ঈদে আর কিছু মুক্তি পাচ্ছে না মিথিলার। তবে তার ‘কাজলরেখা’ সিনেমা এখনও বিভিন্ন প্রেক্ষাগৃহে ও দেশের বাইরে চলছে।
এবারের ঈদে মিথিলা ঢাকা-কলকাতা মিলিয়ে দুই দেশেই থাকবেন। ঈদের ছুটিতে কয়েকটি দিন ঢাকায় এবং কয়েকটি দিন কলকাতায় সময় কাটাবেন।

তিনি বলেন, ‘ঢাকা-কলকাতা দুই বাংলা মিলিয়ে ঈদ করব। ঈদের সময়টা পরিবারকে দেবো।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version