বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দ্বি-বার্ষিক নির্বাচনে প্রার্থী হচ্ছেন পীরজাদা

পীরজাদা শহীদুল হারুন বলেছেন ,এবার আমি নিজে প্রার্থী হয়েছি , দীর্ঘদিনের অর্থ মন্ত্রণালয়ে কাজের সূত্র ধরে আমার অভিজ্ঞতা থেকে শিল্পীদের জন্য কিছু করার চেষ্টা করব। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৩ মেয়াদের দি বার্ষিক নির্বাচনে এই পীরজাদা ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। সেই সময় নানা আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে শেষ হয় শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে পরাজিত প্রার্থী নিপুন আক্তার অভিযোগ তোলেন পীরজাদা তাকে “চুমু দিতে চেয়েছেন”। এবারের নির্বাচনে সেই নিপুনের প্যানেলেই নির্বাচন করতে যাচ্ছেন পীরজাদা। তবে তিনি কোন পদের প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিতে এসেছিলেন এফডিসিতে তা এখনো জানা যায়নি। মনোনয়ন জমা দিতে এসে হারুন বলেন গতবার নিপুন আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিল তা অন্যের কথা শুনে ।তিনি নিজে কানে শোনেননি , সুতরাং এটি ছিল একটি ভিত্তিহীন অভিযোগ। এমন কোন কথাই হয়নি।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুন নির্বাচনে পরাজয়ের পর পীরজাদা হারুন এর বিরুদ্ধে যৌন হয়রানী সহ নানা অনিয়মের অভিযোগ তুলেছিলেন গতবার । সেই সময় নিপুন বলেছিলেন , নির্বাচন কমিশনার পীরজাদা হারুন নির্বাচনের দিন সকালে আমার কাছে দুইটা চুমু চেয়েছিলেন ,সেখানে আমাদের প্যানেলের জেসমিন ছিল। হারুনের ওই কথার জন্য তাকে থাপড়ানো উচিত। কিন্তু নির্বাচনের জন্য তাকে কোন কিছু বলিনি। তাকে সিনেমা নাটকে কোনদিন নেওয়া উচিত নয়।
তবে ওই সময় বিষয়টি অস্বীকার করেন পীরজাদা শহিদুল হারুন। হারুন বলেন এটাই একেবারে ভিত্তিহীন ,প্রকাশ্যে এমন কিছু করাটা কি স্বাভাবিক বলে মনে হয় আপনাদের কাছে ? এটা একটা ফান করেছি ,ফানটাকে সবার সামনে নিয়ে আসা নিপুনের উচিত হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version