রিয়াল মাদ্রিদের দলে যুক্ত হচ্ছেন এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করেছেন কিলিয়ান এমবাপ্পে ।

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের দলে যেতে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। গত ফেব্রুয়ারিতে মৌখিকভাবে রিয়ালে আসার সিদ্ধান্ত নেন ফ্রাঞ্চের এই স্ট্রাইকার। এরপর মে মাসে মৌসুম শেষে পিএসজি ছেড়ে দেবেন সেই ঘোষণাও দেন বিশ্বকাপজয়ী এই তারকা। রিয়াল কিংবা এমবাপ্পে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ইউরোপের গণমাধ্যমগুলো বলছে, ইতোমধ্যেই রিয়ালের চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন এমবাপ্পে।

কিলিয়ান এমবাপ্পে

ধারণা করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেবে রিয়াল, এমন ইঙ্গিত দিয়েছে বিবিসি। ইউরো চ্যাম্পিয়নশিপের পর সান্তিয়াগো বার্নাব্যুতে জমকালো আয়োজনে এমবাপ্পেকে দর্শকদের সামনে প্রেজেন্ট করা হবে।

বিবিসি বলছে, এমবাপ্পে পাঁচ বছরের চুক্তি করেছে রিয়ালের সাথে। চুক্তি অনুসারে বার্ষিক ১৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন ।

এছাড়া সাইনিং বোনাস হিসেবে পাবেন ১৫০ মিলিয়ন ইউরো। ইমেজ রাইটস থেকেও অর্থ পাবেন এমবাপ্পে। ২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে আসেন এমবাপ্পে। ৬ বছরে দলটির হয়ে সর্বোচ্চ ২৫৬ গোল করেছেন ২৫ বছর বয়সি এই স্ট্রাইকার ।এখন তিনি রিয়ালে কি রেকর্ড করেন এটাই দেখার বিষয় ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version