লিটনের বদলি হিসেবে যাকে ভাবছে নির্বাচকরা

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব খারাপ পারফর্ম করছেন লিটন দাস। যে কারণে তীব্র সমালোচনায় পড়েছেন এই টাইগার ওপেনার। এসব সত্ত্বেও লিটন দাস টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন। তবে বিশ্বকাপে যদি এই ওপেনার কোনো ইনজুরির স্বীকার হন, সেক্ষেত্রে বিকল্পও ভেবে রেখেছে বিসিবি।

মূলত বাংলাদেশের মূল স্কোয়াড এবং অতিরিক্ত ক্রিকেটারের তালিকায় নেই কোনো ওপেনার। যে কারণে চতুর্থ ওপেনার হিসেবে এনামুল হক বিজয়ের কথা বিবেচনায় রাখার কথা জানালেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আজ (শনিবার) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

লিপু বলেছিলেন, ‘লাল বল ও সাদা বলের জন্য কিছু ক্রিকেটারকে বেছে নিয়েছি। বিশেষ করে সাদা বলের ওরা বিশ্বকাপের স্ট্যান্ডবাই হিসেবে রয়েছে। ওপরের দিকে বিজয়কে রাখা হয়েছে, যদি লিটনের কোনো ক্রাইসিস হয়। সোহানকে রাখা হয়েছে যদি জাকেরের (জাকের আলি অনিক) সমস্যা হয়।


এবারের ডিপিএলেও বেশ ফর্মে ছিলেন এনামুল হক বিজয়
প্রধান নির্বাচক আরও বলেন, ‘(বিশ্বকাপের বিবেচনায়) সাইফউদ্দিনকেও রাখা হয়েছিল। এ ছাড়া খালেদও আছে, সাইফউদ্দিন ১০ জুনের পর আসবে। ইমন (পারভেজ হোসেন), নাসুম (আহমেদ) ও (মেহেদী হাসান) মিরাজ আছে। নাসুমের কাছ থেকেও চিঠি পেয়েছি, ঢাকায় ৪-৫ দিন ক্যাম্প করতে পারবেন না। তিনি জন্ডিসে আক্রান্ত ছিলেন। মেডিকেল টিম মনে করলে সামনের মাসের শুরুতেই সিলেটের সেশনে জয়েন করবেন।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version